বিজেনসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৫ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ নম্বর ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি ফ্লাইট যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। এ বছর চট্টগ্রাম থেকে মোট ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে গমন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক এবং আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।










