বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়া উপজেলার নন্দ রোড বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ইসরাত রায়হান অমি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অমি তার ফেসবুক আইডি থেকে হান্নান মাসউদকে উদ্দেশ্য করে আক্রোশপূর্ণ বার্তা ও পোস্ট দেন, যেখানে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।
এই হুমকির ঘটনায় রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে এবং বাকি আসামিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হান্নান মাসউদ। নির্বাচনের আগ মুহূর্তে একজন প্রার্থীর ওপর এমন হুমকির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রার্থী এবং তাঁর রাজনৈতিক সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।










