Home জাতীয় ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতা হাসনাতের

‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতা হাসনাতের

হাসনাত আব্দুল্লাহ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে ভারতের কথিত হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যদি বাংলাদেশের নির্বাচন বানচালকারী ও অপরাধীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা ও তাকে হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

ভারতের প্রতি কঠোর বার্তা
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশে যারা ভোটচুরি, সন্ত্রাস ও হাদির মতো রাজনৈতিক কর্মীদের হত্যার সঙ্গে জড়িত, ভারত তাদের কেবল আশ্রয়ই দিচ্ছে না, বরং পৃষ্ঠপোষকতাও করছে। তিনি বলেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের যদি ভারত আশ্রয় দেয়, তবে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেব।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দাঁড় করানোর চেষ্টা করছে। তার মতে, ভারতকে আর কেবল ‘পার্শ্ববর্তী দেশ’ বলার সুযোগ নেই; তাদের অবস্থান এখন স্পষ্ট করতে হবে।

নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা
একই দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শরীফ ওসমান হাদির ওপর হামলা ও মৃত্যুর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেন। সিইসির এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “অথর্ব নির্বাচন কমিশনের কাছে হাদির মৃত্যু কেবলই একটি সংখ্যা। যিনি হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, তিনি মেরুদণ্ডহীন।” সিইসির প্রতি অভিশাপের সুরে তিনি আরও যোগ করেন, “এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটে—সেই অপেক্ষায় থাকলাম।”

দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে