বিজনেসটুডে২৪ ডেস্ক
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনও উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মদ(সা) তাঁর প্রেরিত রাসুল। কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হেনরি লারসন।
স্টেম সেল গবেষণায় সারা বিশ্বে যতজন বিজ্ঞানী কাজ করছেন হেনরি লারসন তাদের মধ্যে অন্যতম অগ্রগণ্য। এমন বিশ্বখ্যাত বিজ্ঞানীর সম্প্রতি ইসলাম গ্রহণ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল সাইটে।
অনেকে এই খবর শুনে প্রতিক্রিয়ায় লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’ । কেউ কেউ লিখেছেন ‘মাশাআল্লাহ।’
প্রথম রমজান থেকে তিনি রাখছেন রোজাও। আদায় করছেন তারাবিহ নামাজও। খুব শীঘ্রই হেনরি লারসন ওমরাহ করবেন বলেও জানা গিয়েছে । একটি ভাইরাল ভিডিওতে হেনরি লারসনকে কালিমা পরে ইসলাম গ্রহণ করতে দেখা যায়। জানা গিয়েছে তাঁর নতুন নাম হয়েছে আধুল হক।
সাম্প্রতিক কালে যে ধরনের চিকিৎসার কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম ‘স্টেম সেল থেরাপি’ । হার্ভার্ড ইউনিভার্সিটিতে সম্প্রতি বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত স্টেম সেল ওষুধের উদ্ভাবক এই হেনরি লারসন ওরফে আধুল হক।
এর আগে, সুপরিচিত আমেরিকান কর্মী, লেখক এবং প্রাক্তন যাজক শন কিং ঘোষণা করেন যে তিনি এবং তার স্ত্রী রমযানের প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন। ফিলিস্তিনের গাজায় পশ্চিমি মদদে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদেও সমগ্র পশ্চিমা বিশ্বে বিখ্যাত ব্যক্তি সহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন।
লারসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। একজন বিজ্ঞানীকে যখন কোনো আদর্শ নতুন করে গ্রহণ করেন তা আবেগ তাড়িত হয় না। বিজ্ঞানীরা বহু কিছুকেই যুক্তি ও বাস্তবতার কষ্টি পাথরে রেখে বিচার করেন। তিনি আবারও বুঝিয়ে দিলেন ধমর্মো বিজ্ঞান পরস্পরের বিরোধী নয়। বরং মানব কল্যাণে তা পরস্পরের সহায়ক হতে পারে।