Home Second Lead হোটেল ভেঙে পড়ল চিনে

হোটেল ভেঙে পড়ল চিনে

আজ শনিবার সন্ধ্যায় চিনে ভেঙে একটা আস্ত হোটেল ভেঙে পড়ল । ভয়াবহ ঘটনাটি ঘটেছে চিনের কুয়ানঝাউ প্রদেশে।

ওই হোটেলেই করোনা আক্রান্ত সন্দেহে রোগীদের রাখা হচ্ছিল। যারা কোনও না কোনোভাবে করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছে, তাদেরকেই ওই হোটেলে রাখা হয়েছিল। সেই হোটেলটিই এদিন আচমকা ভেঙে পড়েছে।

কীভাবে হোটেলটি ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়। হোটেলের ধ্বংসস্তূপের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

২ ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর ৩৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অনেকে আটকে আছে।

২০১৮-তে এই হোটেলটি খোলা হয়। রয়েছে ৮০টি ঘর।

বিজনেসটুডে২৪ ডেস্ক