Home সারাদেশ ১৯৯৭ সালের সেই ভয়াল রাতের স্মৃতি আজও জ্বলছে কমলগঞ্জে

১৯৯৭ সালের সেই ভয়াল রাতের স্মৃতি আজও জ্বলছে কমলগঞ্জে

মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের ২৮ বছর: ক্ষতিপূরণ

না পাওয়ার বেদনা আজও বহন করছে কমলগঞ্জ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: আজ ১৪ জুন, মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরণের ২৮তম বার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংলগ্ন মাগুরছড়া চা বাগান এলাকায় ঘটে দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ গ্যাস বিস্ফোরণ। মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অক্সিডেন্টাল কর্তৃক পরিচালিত গ্যাস অনুসন্ধান কূপে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। দুই যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তরা এখনো ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করছে।

বিস্ফোরণের ফলে কয়েকশ কোটি টাকার গ্যাস সম্পদ ধ্বংস হয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, এতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিশাল বনভূমি, ফুলবাড়ী চা বাগানের গাছপালা, রেললাইন, বিদ্যুৎ সরবরাহ লাইন, এবং স্থানীয় মানুষের বাড়িঘর। প্রায় ৭০০ হেক্টর বনভূমি ও অন্তত ২৮টি চা বাগান ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয় এবং অক্সিডেন্টাল কোম্পানিকে দায়ী করা হয়। তবে এতবড় বিপর্যয়ের পরও আজ পর্যন্ত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে অক্সিডেন্টালের দায়িত্ব নেয় নাইকো রিসোর্সেস, যাদের বিরুদ্ধেও একই ধরনের গাফিলতির অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের অভিযোগ, সরকারের নীরবতা ও দীর্ঘসূত্রতার কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত। প্রতিবছর ১৪ জুন ‘মাগুরছড়া দিবস’ হিসেবে পালিত হলেও তা মূলত কিছু স্মরণসভা আর মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ। ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো পুনর্গঠন ও বনাঞ্চল পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কোনো প্রকল্প নেই।

চা বাগান কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর উৎপাদনে বড় ধরনের ধস নামে, যার আর্থিক ক্ষতি আজও পূরণ হয়নি। পরিবেশবিদরা বলছেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছিল এবং এখনো সে ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

সরকারি সূত্র বলছে, নাইকো রিসোর্সেসের বিরুদ্ধে মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে এবং ক্ষতিপূরণের ব্যাপারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তবে সাধারণ মানুষ ও পরিবেশবাদীদের প্রশ্ন, এই দীর্ঘ প্রতীক্ষার শেষ কোথায়?

মাগুরছড়া ট্র্যাজেডি বাংলাদেশের গ্যাস খাতে দায়বদ্ধতা ও জবাবদিহির অভাবের প্রতীক হয়ে আছে। ২৮ বছর পরও সেই রাতের আগুন নিভলেও, ক্ষতির আঁচ এখনো বয়ে বেড়াচ্ছে কমলগঞ্জের মানুষ।