Home খেলাধুলা ২০২১ এর জুলাইয়েও অনিশ্চিত টোকিও অলিম্পিক

২০২১ এর জুলাইয়েও অনিশ্চিত টোকিও অলিম্পিক

বিজনেসটুডে২৪ ডেস্ক

২০২১ সালের জুলাইয়েও টোকিও অলিম্পিক হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমনিই এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক করোনার জেরে। চলতি বছরের জুলাই মাসে জাপানের টোকিওতে হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। এই সময় অলিম্পিক করা যাবে কিনা তা নিয়ে আলোচনায় বসে অলিম্পিকের আয়োজক কমিটি ও জাপানের প্রশাসন। তারপরেই ঠিক হয় এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে এই অলিম্পিক। কিন্তু  অনিশ্চয়তা তাতেও।

জাপানের একটি ক্রীড়া সংস্থার সাক্ষাৎকারে অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরিকে প্রশ্ন করা হয়, আগামী বছর করোনা সংক্রমণ না মিটলে অলিম্পিক কি আরও পিছিয়ে দেওয়া যাবে। তার উত্তরে মোরি বলেন, না। আগামী বছর যদি সংক্রমণ না কমে তাহলে আমাদের অলিম্পিক বাতিল ঘোষণা করতে হবে। এটা আর পেছনো সম্ভব নয়। এর আগেও যুদ্ধের সময় অলিম্পিক বাতিল হয়েছে।

আগামী বছর জুলাই মাসের মধ্যে কোভিড ১৯ নিয়ন্ত্রণে এলে সেটাই এবারের অলিম্পিকের থিম হত বলে জানিয়েছেন মোরি। তিনি বলেন, “যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে আগামী বছর আমরা অলিম্পিক করব। কিন্তু সেটা নিয়ে সংশয় রয়েছে। চিকিৎসকরা বলছেন যতদিন না এই ভাইরাসের ওষুধ আবিষ্কার হচ্ছে ততদিন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না করোনাকে। সেক্ষেত্রে ততদিন অলিম্পিকের কোনও সম্ভাবনা নেই।”