Home Second Lead ৫০০ লাশ দাফন করেছে আল-মানাহিল ফাউন্ডেশন

৫০০ লাশ দাফন করেছে আল-মানাহিল ফাউন্ডেশন

আল মানাহিল হাসপাতাল
  • একমাসে ৭৫জন করোনা রোগী মানাহিল নার্চার হাসপাতালে

ড. আ ফ ম খালিদ হোসেন:

চট্টগ্রাম: আল মানাহিল ফাউন্ডেশন প্রায় ৫০০ লাশ দাফন করেছে গত ৫ মাসে। তাদের সবাই মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

আল মানাহিল ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে এই দাফন কাজে অংশ নেয়।

চট্টগ্রামের পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের সহযোগিতায় দাফন কাজ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে গোসল ও কাফন-দাফনের ব্যবস্থা করে ফাউন্ডেশন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলালুদ্দীন নানুপুরী (দা.বা.)।

উত্তর হালিশহর বি ব্লকে (ফুল চৌধুরী পাড়া) অবস্থিত আল মানাহিল নার্চার হাসপাতাল ঐ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান। চালু হয়েছে গত জুলাই মাসে।

হাসপাতালে বেড রয়েছে ৫০টি। রোগীদের জন্য রয়েছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স সুবিধা। ৭টি হাই ফ্লো ক্যানোলা দিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এইচডিইউ ফ্যাসিলিটিজও রয়েছে। আইসিইউ এখনো চালু হয়নি। তবে প্রক্রিয়া চলছে। প্রতিদিন সকাল-সন্ধ্যায় প্রতিটি ওয়ার্ডে সাউন্ড সিস্টেমের মাধ্যমে দেড় ঘন্টা করে পবিত্র কুরআনের তিলাওয়াত পরিবেশিত হয়। এটা রোগীদের থেরাপির কাজ দেয় বলে জানালেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলালুদ্দীন  নানুপুরী।

হাসপাতালের আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা ফ্রী। কয়েকজন ডাক্তার স্বেচ্ছাশ্রম দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

এক মাসে ৭৫জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয় এবং ৩৯জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। অন্যরা চিকিৎসাধীন।

অনেক ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তি হাসপাতালের উন্নয়নে এগিয়ে এসেছেন। ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কির মেয়ে এক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার ও আইসিইউ স্থাপনে সমাজের হৃদয়বান ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন চেয়ারম্যান।