Home চট্টগ্রাম গুণগত শিক্ষা উন্নয়নে সাউদার্ন ইউনিভার্সিটিতে বিএসি’র মতবিনিময়

গুণগত শিক্ষা উন্নয়নে সাউদার্ন ইউনিভার্সিটিতে বিএসি’র মতবিনিময়

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, বিএসি’র পরিচালক (কিউএ অ্যান্ড এনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন, উপপরিচালক প্রবীর কুমার চক্রবর্ত্তী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও এসএ কমিটির সদস্যবৃন্দ।

সভায় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার গুরুত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে আমাদের শিক্ষাব্যবস্থার রূপান্তর প্রয়োজন। গবেষণায় সক্ষম, সৃজনশীল শিক্ষার্থী তৈরি না করতে পারলে উন্নত মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে না।’’

তিনি অ্যাক্রেডিটেশন বিষয়ক নীতিমালা, ডকুমেন্টেশন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আত্ম-উন্নয়ন কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি সাউদার্ন ইউনিভার্সিটির চলমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, ‘‘আজকের এই মতবিনিময় সভা আমাদের জন্য একটি দিকনির্দেশক পদক্ষেপ। আমরা ইতিমধ্যে ১৭টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছি। আশা করছি, প্রথম দফায় ৫ থেকে ৬টি প্রোগ্রাম অনুমোদন পাবে।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সহযোগিতা পেলে অ্যাক্রেডিটেশন অর্জনের পথ সহজ হবে। শিক্ষক ও কর্মীদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করছি।’’

-সংবাদ বিজ্ঞপ্তি

BAC উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম ও সংস্থাকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) প্রদান করে। এর মাধ্যমে বোঝানো হয় যে প্রতিষ্ঠানটি বা প্রোগ্রামটি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করছে।