Home Third Lead হামলাকারীরা ভারতে আশ্রয় পেলে দূতাবাস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

হামলাকারীরা ভারতে আশ্রয় পেলে দূতাবাস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সংবাদ সম্মেলন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তবে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর তীব্র সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারকে কঠোর আল্টিমেটাম দেন।

গোয়েন্দা সংস্থার ব্যর্থতার অভিযোগ
আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর কাজ ছিল হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত তাদের গ্রেপ্তার করা। কিন্তু তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে উল্টো আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে।’

সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে জাবের হুঁশিয়ারি দেন, ‘ওসমান হাদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে যাবে। ছাত্র-জনতাই এই সরকারকে ক্ষমতায় এনেছে, প্রয়োজনে তারাই নামিয়ে দেবে।’

শহীদ মিনারে সমাবেশের ডাক
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। জাবের স্পষ্ট করে বলেন, ওই সমাবেশে ভারতপন্থী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ঘোষণা দেন, ‘আগামীকাল শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।’