বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে আরও ৮টি জেলায় ডিজিটাল পদ্ধতিতে জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থাপনা সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।
আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলায় সফলভাবে এই সিস্টেমটি চালুর পর, এবার দ্বিতীয় পর্যায়ে এটি কার্যকর হতে যাচ্ছে: ১. মানিকগঞ্জ ২. বান্দরবান ৩. মৌলভীবাজার ৪. শেরপুর ৫. জয়পুরহাট ৬. পঞ্চগড় ৭. মেহেরপুর ৮. ঝালকাঠি জেলায়।
‘The Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025’ জারির মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪৯৯ ধারায় অনলাইনে বেইলবন্ড দাখিলের আইনি বিধান সংযুক্ত করা হয়েছে। এই সিস্টেমের মূল লক্ষ্যগুলো হলো:
ভোগান্তি নিরসন: জামিন পাওয়ার পর কাগজের নথি চালাচালির দীর্ঘসূত্রতা ও তথাকথিত ‘ঘুষ-বাণিজ্য’ বা মধ্যস্বত্বভোগীদের হয়রানি বন্ধ করা।
দ্রুত মুক্তি: আদালত থেকে জামিন আদেশ হওয়ার পর ই-সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তা কারাগারে পৌঁছে যাবে, ফলে কারাবন্দিরা দ্রুত মুক্তি পাবেন।
আধুনিকায়ন: তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও জবাবদিহিতামূলক করা।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা ও দায়রা জজদের প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার বিচারক, পুলিশ সুপার, জেল সুপার এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে অনলাইনে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।










