বিজনেসটুডে২৪ প্রতিনিধি, অফিস : চট্টগ্রামের চান্দগাঁও র্যাব কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে নিজের কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লেখা ছিল।
র্যাব-৭ এর সিইও লে. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় পলাশ সাহা তার ব্যক্তিগত কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি গুলির শব্দ শুনে সহকর্মীরা সেখানে গিয়ে তাকে মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পান। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গেও মুঠোফোনে কথা বলেন পলাশ সাহা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র্যাব-৭-এ সিনিয়র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে র্যাব ও পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।