Home সারাদেশ রামগড়ে মানবিকতার বার্তা ছড়াল একতা সংগঠন

রামগড়ে মানবিকতার বার্তা ছড়াল একতা সংগঠন

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে একতা সমাজ সেবা মানবিক সংগঠনের উদ্যোগে ২০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার, ১৬ জুন সকালে রামগড়ের মাষ্টারপাড়া বাগানের কোণা কলেজ গেইটসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলশানআরা বেগম, সদস্য আশরাফ উদ্দিন সবুজ, আব্দুর রবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, “২০১৯ সালের ১ জানুয়ারি আমরা একতা সমাজ সেবা সংগঠনটি আনুষ্ঠানিকভাবে চালু করি। শুরু থেকেই আমরা রামগড় উপজেলায় হতদরিদ্র, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার চেষ্টা করে আসছি।”

তিনি আরও বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করি। আমাদের লক্ষ্য হলো ক্ষুধার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।”

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয়।