Home অপরাজিতা ব্যাংকগুলোতে নারী-বান্ধব ওয়াশরুম নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকগুলোতে নারী-বান্ধব ওয়াশরুম নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোতে নারী কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত ওয়াশরুম নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা ও উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে নারী-বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাসমূহ:
সকল কার্যালয় ও শাখায় নারীদের জন্য পৃথক ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নির্মাণ করতে হবে।
বিদ্যমান ওয়াশরুমগুলোর প্রয়োজনীয় সংস্কার এবং সেখানে পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নারী কর্মীদের প্রতিক্রিয়া:  বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংক খাতে কর্মরত নারীরা। দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার মুখোমুখি হয়ে আসছিলেন বলে জানিয়েছেন।
রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফারহানা শারমিন বলেন: “অনেক সময় দেখা যায় পুরো ফ্লোরে নারীদের জন্য মাত্র একটি ওয়াশরুম থাকে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। অনেক শাখায় তো পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা আমাদের জন্য বড় স্বস্তির। এটি আমাদের কাজের পরিবেশকে আরও উন্নত করবে।”
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশ অফিসার হিসেবে কর্মরত তানজিলা আক্তার বলেন, :”ঋতুচক্র বা গর্ভাবস্থায় কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম থাকাটা অপরিহার্য। অনেক উপ-শাখায় যথাযথ ব্যবস্থা না থাকায় নারী কর্মীরা দীর্ঘক্ষণ শারীরিক অস্বস্তি নিয়ে কাজ করেন। সময়মতো এই নির্দেশনা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংককে ধন্যবাদ জানাই। তবে এখন দেখার বিষয় ব্যাংকগুলো কত দ্রুত এটি বাস্তবায়ন করে।”
সেবা নিতে আসা একজন সাধারণ গ্রাহক নাসরিন সুলতানা জানান: “ব্যাংকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে অনেক সময় ওয়াশরুমের প্রয়োজন হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো নারীদের ব্যবহারের অনুপযোগী বা নোংরা। কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপে গ্রাহকদের ভোগান্তিও কমবে।”
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনা বাস্তবায়িত হলে ব্যাংকিং সেক্টরে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং তাদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।