Home First Lead কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাইযোদ্ধা ওসমান হাদি

কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাইযোদ্ধা ওসমান হাদি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৫৮৫) শহীদ হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু যোদ্ধার মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র।

পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতেই তাকে কবির পাশে সমাহিত করার এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো পৃথক বিবৃতিতে জানানো হয়, ‘শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এতে আরও বলা হয়, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।’

বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী গাড়িটি সরাসরি রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে যায়।   শুক্রবার রাত সেখানে হিমাগারে মরদেহ রাখা হবে। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, দাফনের আগে আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিলসহ মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কবির সমাধিস্থলে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সংগঠনটি ছাত্র-জনতাকে আজ এবং আগামীকাল সর্বোচ্চ শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। কোনো গোষ্ঠী যাতে অনুপ্রবেশ ঘটিয়ে সহিংসতা করতে না পারে বা আন্দোলন স্তিমিত করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বিজয়নগরে গণসংযোগ চলাকালীন চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com