Home Second Lead মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ভেন্টিলেশন সাপোর্টে হাদি

মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ভেন্টিলেশন সাপোর্টে হাদি

শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ব্রেন স্টেম ইনজুরির কারণে ওঠানামা করছে হৃদস্পন্দন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মস্তিষ্কে গুরুতর আঘাত এবং ফুসফুসে সংক্রমণের ঝুঁকিসহ একাধিক জটিলতা নিয়ে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (ICU) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের ডিএমএস ডা. আরিফ মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানায়। এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও বর্তমান অবস্থা
মেডিকেল বোর্ড হাদির শারীরিক অবস্থা পর্যালোচনার পর ১০টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানিয়েছে:

মস্তিষ্কের অবস্থা: রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জারির পর বর্তমানে তাকে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টে’ রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রটোকল মেনে চিকিৎসা চলছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় সিটি স্ক্যান করা হতে পারে।

ফুসফুস ও শ্বাসপ্রশ্বাস: ফুসফুসে ইনজুরি থাকায় চেস্ট ড্রেইন টিউব দিয়ে রক্ত বের করা হচ্ছে। এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সাথে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে।

রক্তচাপ ও হৃদস্পন্দন: ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের তীব্র ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিক পেসমেকার বসানোর প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিকেল টিম।

কিডনি ও রক্তক্ষরণ: তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (DIC) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

কঠোর সতর্কতা ও অনুরোধ
মেডিকেল বোর্ড জানিয়েছে, রোগীর অবস্থা অত্যন্ত নাজুক। সংক্রমণ এড়াতে এবং চিকিৎসার স্বার্থে হাসপাতালে কোনো ধরনের দর্শনার্থী বা ভিজিটর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কোনো ধরনের অনুমানভিত্তিক তথ্য বা গুজব না ছড়িয়ে মেডিকেল বোর্ডের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

হামলাকারীদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে।”

মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে শরীফ মো. ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মন্তব্য করুন:
শরীফ মো. ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় আপনার দোয়া বা শুভকামনা কমেন্টে জানান। মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন—আমিন।