Home আন্তর্জাতিক পবিত্রতার সুরক্ষায় সৌদি আরবের কঠোর পদক্ষেপ: মসজিদুল হারামে ছবি ও ভিডিও নিষিদ্ধ

পবিত্রতার সুরক্ষায় সৌদি আরবের কঠোর পদক্ষেপ: মসজিদুল হারামে ছবি ও ভিডিও নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: 
পবিত্র মসজিদুল হারামে ইবাদতের পরিবেশ রক্ষা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এক কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এখন থেকে পবিত্র গ্র্যান্ড মসজিদের অভ্যন্তরে ও চত্বরে সব ধরনের ছবি তোলা এবং ভিডিও ধারণের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে প্রধানত তিনটি কারণ উল্লেখ করা হয়েছে:

১. ইবাদতে একাগ্রতা বজায় রাখা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের ভেতরে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার হাজিদের স্বাভাবিক ইবাদতে বিঘ্ন ঘটায়। মহান আল্লাহর সান্নিধ্যে একাগ্রচিত্তে প্রার্থনার পরিবেশ বজায় রাখতেই ছবি তোলার ওপর এই সীমাবদ্ধতা আনা হয়েছে।

২. ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ অনেক সময় দেখা যায়, কাবার সামনে বা মসজিদের ভেতরে ছবি বা সেলফি তোলার জন্য হাজিরা দাঁড়িয়ে যান। এতে পেছনে থাকা অন্যান্য হাজিদের চলাচলে মারাত্মক বাধার সৃষ্টি হয় এবং অনাকাঙ্ক্ষিত ভিড় বা জটলা তৈরি হয়। সাধারণ হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

৩. কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নতুন এই নির্দেশনা বাস্তবায়নে মসজিদ চত্বরে নিরাপত্তা কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে। জানানো হয়েছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কেউ ছবি বা ভিডিও ধারণ করলে তার মোবাইল ফোন বা ক্যামেরা জব্দ করা হতে পারে। একই সাথে বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সকল দর্শনার্থী ও হাজিদের এই নির্দেশ মেনে চলে পবিত্র স্থানের ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।