Home চট্টগ্রাম চিটাগাং চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

চিটাগাং চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২ জুলাই বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের বর্তমান মেয়াদ ৮ জুলাই ২০২৫ তারিখে শেষ হচ্ছে। সেই মেয়াদ বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার ভিত্তিতে নির্দেশক্রমে আরও ৬০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে।

জানা গেছে, চেম্বারের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখা এবং একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির জন্য চেম্বারের পক্ষ থেকে ২৩ জুন ২০২৫ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে লিখিত অনুরোধ জানানো হয়েছিল। ওই চিঠি পর্যালোচনার পরই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আসে।

প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ মোট ২৪ জন সদস্য একযোগে পদত্যাগ করেন ২ সেপ্টেম্বর ২০২৪। এরপর ৯ সেপ্টেম্বর ২০২৪ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি


চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য বিষয়ে সঠিক তথ্য পেতে প্রতিবেদনটি শেয়ার করুন ও মতামত জানান।