আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনস বার্নিং (London’s Burning) এবং গ্রেঞ্জ হিল (Grange Hill)-খ্যাত প্রাক্তন ব্রিটিশ অভিনেতা জন অ্যালফোর্ড (আসল নাম জন শ্যানন), দুই নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে সাড়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ১৪ জানুয়ারি রায়টি হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ৯ এপ্রিল। সেন্ট অ্যালবানস ক্রাউন কোর্টে শুনানির সময় জানা যায়:
৫৩ বছর বয়সী অ্যালফোর্ড একটি পার্টিতে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে মদ্যপান করান এবং এরপর তাদের ওপর যৌন নিপীড়ন চালান।
তিনি ১৪ বছর বয়সী কিশোরীটির সাথে বাগান এবং টয়লেটে যৌন সম্পর্ক স্থাপন করেন। ওই কিশোরী জানায়, বড়রা কিছু করতে বললে বাচ্চারা সাধারণত তা মেনে নেয়, বিশেষ করে যখন তারা নেশাগ্রস্ত থাকে।
দ্বিতীয় কিশোরীর (১৫) ওপরও তিনি যৌন নির্যাতন চালান যখন সে তন্দ্রাচ্ছন্ন ছিল।
বিচারক ক্যারোলিন ওভারিংটন অ্যালফোর্ডকে উদ্দেশ্য করে বলেন, তিনি একজন “বিশ্বস্ত পারিবারিক বন্ধু” হওয়া সত্ত্বেও মেয়েদের বয়সের ব্যাপারে পূর্ণ সচেতন থেকে এই অপরাধ করেছেন। বিচারক আরও উল্লেখ করেন যে, অ্যালফোর্ড তার অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখাননি।
আদালত তাকে চারটি যৌন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সাড়ে আট বছরের সাজা প্রদান করে। সাজার অন্তত দুই-তৃতীয়াংশ সময় তাকে কারাগারে কাটাতে হবে।
অ্যালফোর্ড আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি দাবি করেছিলেন যে মেয়েরা মিথ্যে বলছে এবং তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে জুরি সদস্যরা তার এই দাবি প্রত্যাখ্যান করেন।
জন অ্যালফোর্ডের অতীত: তিনি আশির দশকে ‘গ্রেঞ্জ হিল’-এ রবি রাইট এবং নব্বইয়ের দশকে ‘লন্ডনস বার্নিং’-এ বিলি রে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। এছাড়া তার কয়েকটি গান যুক্তরাজ্যের টপ ৩০ তালিকায় স্থান পেয়েছিল।