Home বিনোদন জয়-মাহির দাম্পত্য নিয়ে জল্পনা, মাহির বক্তব্যে উল্টে গেল আখ্যান

জয়-মাহির দাম্পত্য নিয়ে জল্পনা, মাহির বক্তব্যে উল্টে গেল আখ্যান

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক

মুম্বই: টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের সম্পর্ক নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়েছে। প্রায় দেড় দশকের দাম্পত্য জীবনের পর তাঁদের সম্পর্ক নাকি ভাঙনের পথে— এমনই খবর ঘুরছে বি-টাউনের আড্ডায়। দু’জনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একে অপরের ছবি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় জল্পনা আরও বেড়েছে কয়েকগুণ। গুজবের আগুনে ঘি ঢেলেছে আরও একটি খবর— মাহি নাকি প্রাক্তন স্বামী জয়ের কাছ থেকে পাঁচ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন।

তবে সমস্ত জল্পনা ও গুঞ্জনের মাঝেই অভিনেত্রী মাহি ভিজ মুখ খুললেন স্পষ্ট ভাষায়। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, “প্রমাণ থাকলে তবেই কথা বলবেন।” ভুয়ো খবর ছড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এ সব খোরপোশ আমি বুঝি না। স্বামী টাকা রোজগার করছেন মানেই তাঁর উপর নিজের অধিকার হবে, এমন নয়। আর পথ আলাদা হয়ে গেলে তো কথাই নেই। যে রোজগার করে, টাকা তাঁর।”

মাহির এই বক্তব্য শুধু তাঁর ব্যক্তিগত জীবনের প্রতিক্রিয়া নয়, বরং একটি সামাজিক দৃষ্টিভঙ্গিকেও সামনে এনেছে। তাঁর মতে, যে নারীরা নিজেরা উপার্জন করতে সক্ষম, তাঁদের স্বামী বা পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন নেই। বরং স্বাধীনভাবে জীবনযাপন করাই তাঁদের লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, “যে নারীরা বাইরে উপার্জন করেন না, কেবল গৃহকর্মেই সীমাবদ্ধ— তাঁরাই ভরণপোষণ দাবি করতে পারেন। কিন্তু একজন উপার্জনকারী নারী নিজের দায়িত্ব নিজেই নিতে পারেন।”

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মাহির প্রশংসা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তিনি শুধু গুজবের জবাব দেননি, বরং নারীর আর্থিক স্বাধীনতা নিয়ে সাহসী বার্তাও দিয়েছেন। অন্যদিকে, জয় ভানুশালি এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

যদিও অগাস্ট মাসে তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাহির সাম্প্রতিক মন্তব্যে বোঝা যায়, তাঁদের সম্পর্কে এখনো একধরনের সৌহার্দ্য বজায় আছে। অভিনেত্রী বলেন, “জয় এখনও আমার পরিবারের অংশ।”

গসিপ, গুজব ও বিতর্কের মাঝেও মাহি ভিজের এই অবস্থান আজকের সময়ের অনেক নারীর জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে। একদিকে ব্যক্তিগত জীবনের জটিলতা, অন্যদিকে কর্মজীবনের ব্যস্ততা— এই দুইয়ের মধ্যে থেকেও নিজের মর্যাদা ও মতাদর্শ বজায় রাখার সাহসিকতার জন্য তিনি এখন আলোচনার কেন্দ্রে।