আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানে ও তোত্তোরি প্রিফেকচারে মঙ্গলবার সকালে দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৬.২।তবে জাপানের আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের সময় ও তীব্রতা
জাপানি সময় সকাল ১০:১৮ মিনিটে প্রথম শক্তিশালী ভূমিকম্পটি পূর্ব শিমানে প্রিফেকচারে আঘাত হানে।জাপানি সিসমিক ইনটেনসিটি স্কেলে (শিন্দো) এর তীব্রতা ছিল ‘আপার ৫’ (Upper 5)। এরপর আরও কয়েকটি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়:
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
পারমাণবিক কেন্দ্র: মাৎসুয়ে শহরে অবস্থিত শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে জানিয়েছে এর অপারেটর চুগোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। নিউক্লিয়ার রেগুলেশন অথরিটিও এলাকাটি নিরাপদ বলে নিশ্চিত করেছে।
পরিবহন ব্যবস্থা: ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পশ্চিম জাপানে বুলেট ট্রেন (শিনকানসেন) পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জেআর ওয়েস্ট (JR West) জানিয়েছে, ওকায়ামা ও হিরোশিমা স্টেশনের মধ্যে সানইয়ো শিনকানসেন লাইন স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, আজ দুপুর ১টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। লাইনের অন্যান্য অংশেও ট্রেনের সময়সূচিতে বিলম্ব দেখা দিয়েছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। গত ডিসেম্বর মাসের শেষ দিকেও জাপানের উত্তরাঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। আজকের ভূমিকম্পটি মূলত চুগোকু অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।