Home Second Lead জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না

জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার সচিবালয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সংক্রান্ত সরকারি কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “না, কোনো কোটা থাকবে না। পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যার আওতায় বিভিন্ন সহায়তা দেওয়া হবে। তবে ফ্ল্যাট বা চাকরির কোটা এই সহায়তার অন্তর্ভুক্ত নয়।”

ফারুক-ই-আজম জানান, পুনর্বাসনের অংশ হিসেবে জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। “যিনি হাঁস-মুরগি পালন করতে চান, অথবা পশুপালন কিংবা অন্য কোনো উপায়ে জীবনধারণ করতে চান, সরকার তাকে সেই উপযোগী সহায়তা দেবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ৮৪৪ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহতদের মধ্যে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে রয়েছেন ১০ হাজার ৬৪২ জন।

২০২৪-২৫ অর্থবছরে শহীদ পরিবারগুলোর জন্য ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে ১০ লাখ টাকা করে। বাকি ২০ লাখ টাকার সঞ্চয়পত্রও চলতি অর্থবছরে বিতরণ করা হবে বলে জানানো হয়। পাশাপাশি, জুলাই যোদ্ধাদের জন্য ২০২ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের বিষয়ে আলাদা অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা বলেন, “মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান অনস্বীকার্য। তাই তাদের সঙ্গে অন্য কাউকে এক করে দেখা ঠিক হবে না।”