বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতকানিয়া: সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি ও ২৩ বছরে পদার্পণ উপলক্ষে আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) এক বিশাল বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সাতকানিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে এই কার্যক্রম শুরু হবে।
এই চিকিৎসা ক্যাম্পে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে রয়েছেন:
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান: গ্যাস্ট্রোএন্টারোলজি (পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ)
অধ্যাপক ডা. এম এ রশিদ: কার্ডিওলজি (হৃদরোগ বিশেষজ্ঞ)
অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান: ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. মো. কামরুল আহসান: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. আব্দুল কাদের: গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক ডা. রাজিউর রহমান: মেডিসিন বিশেষজ্ঞ
ডা. সুধাংশু কুমার সাহা: নেফ্রোলজি (কিডনি রোগ বিশেষজ্ঞ)
ডা. আবুল খায়ের আহমদ জামান: ফিজিক্যাল মেডিসিন (বাত, ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ)
ডা. সানজিদা আক্তার: নিউরোলজি (স্নায়ু রোগ ও স্ট্রোক বিশেষজ্ঞ)
সকাল ১১টায় চিকিৎসা ক্যাম্প শুরু হওয়ার পর বিকেলে ৩ ঘটিকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে সেবা পেতে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে অসহায় ও সামর্থ্যহীনদের জন্য চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছেন সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম শামসুল হক (তোহফা) ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৮৬৪-৪৩৪১৮৩, ০১৮১৮-৫১১৮৭০।










