প্রিয় নেতাকে একনজর দেখার আকুলতা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব জাগরণ।
আগামীকাল ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার মাহেন্দ্রক্ষণকে ঘিরে চট্টগ্রাম বিভাগ থেকে রাজধানী অভিমুখে শুরু হয়েছে স্মরণীয় এক গণযাত্রা। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭ থেকে ১০ লাখ নেতাকর্মী ঢাকায় সমবেত হওয়ার প্রস্তুতি নিয়েছেন, যার মধ্যে এককভাবে চট্টগ্রাম জেলা থেকেই অংশগ্রহণ করছেন লক্ষাধিক মানুষ।
চট্টগ্রাম মহানগরী থেকে শুরু করে দূরবর্তী উপজেলাগুলো পর্যন্ত এখন সাজ সাজ রব। নেতা-কর্মীরা বাস, ট্রেন, হাইস ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে নেতা-কর্মীরা তারেক রহমানকে কেবল ডিজিটাল পর্দায় দেখেছেন, তাই সরাসরি তাঁকে একনজর দেখার আকাঙ্ক্ষা থেকেই এই জনস্রোত তৈরি হয়েছে।
এই যাত্রা নির্বিঘ্ন করতে নগরের ৪১টি ওয়ার্ড এবং জেলার প্রতিটি উপজেলা থেকে শত শত বাস ও মাইক্রোবাসের বহর সাজানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তিনটি নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নেতা-কর্মীদের জন্য।
এই বিশাল রাজনৈতিক প্রস্তুতির সমান্তরালে সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া। নগরের বহদ্দারহাট এলাকায় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম বলেন, “রাস্তায় গাড়ির যে চাপ দেখছি, তাতে বোঝা যাচ্ছে বড় কিছু হতে যাচ্ছে। রাজনীতির চাকা যেভাবেই ঘুরুক, আমরা চাই দেশে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক।”
অন্যদিকে চকবাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেমের মতে, “তারেক রহমানের আসা নিয়ে সাধারণ মানুষের মনে একটা বড় কৌতূহল আছে। দীর্ঘদিন পর তিনি ফিরছেন, তাই সাধারণ মানুষও দেখতে চায় আগামীর রাজনীতিতে তিনি কী বার্তা দেন।”
নগর ও জেলা বিএনপির পাশাপাশি ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যেও উৎসবের আমেজ দেখা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েকশ শিক্ষার্থী ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। দক্ষিণ জেলা থেকে প্রায় ২০ হাজার এবং উত্তর জেলা থেকে ৩৫ হাজার নেতাকর্মীর একটি বিশাল বহর ঢাকার পথে রয়েছে বলে জানা গেছে।
প্রতিটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নিজ এলাকার হাজার হাজার সমর্থকদের নিয়ে আলাদা আলাদা বহরে যাত্রা করছেন, যা চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে চিহ্নিত হচ্ছে।
স্থানীয়দের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির সাংগঠনিক শক্তির এক বড় পরীক্ষা এবং সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের নতুন এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
এই বিশাল রাজনৈতিক আয়োজনের সফল সমাপ্তি এবং তারেক রহমানের আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা জানতে এখন উন্মুখ হয়ে আছে পুরো চট্টগ্রাম।










