Home First Lead রাস্তার ময়লা সরানো থেকেই শুরু হোক দেশ গড়া

রাস্তার ময়লা সরানো থেকেই শুরু হোক দেশ গড়া

ছবি সংগৃহীত

নয়াপল্টনে তারেক রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার লক্ষে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।

বিকালে নয়াপল্টনে পৌঁছানোর পর কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার বেলকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন—আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই।”

নাগরিক সচেতনতার উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, “কোথাও যদি রাস্তায় সামান্য কাগজ বা ময়লা পড়ে থাকে, তবে সেটি সরিয়ে ফেলুন। এমন ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারি।”

এদিন কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি না থাকায় সাধারণ মানুষের চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, “রাস্তা বন্ধ করে রাখলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজ কোনো অনুষ্ঠান নেই, তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত।”

তিনি নেতা-কর্মীদের দ্রুত রাস্তা খালি করে দেওয়ার অনুরোধ জানান এবং পরবর্তী কর্মসূচিতে বিস্তারিত বক্তব্য রাখার আশ্বাস দেন।

এর আগে বিকাল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়। তার আগমনের সংবাদে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন।

বিকাল ৪টা ৫ মিনিটে তার গাড়ি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে ভিড়ের কারণে ধীরগতিতে এগোতে থাকে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামলে গাড়ি কার্যালয়ের সামনে নিতে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হয়।

বক্তব্য শেষে তারেক রহমান নিজের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।