Home নির্বাচন রামগড়ে ধানের শীষের প্রচারণায় প্রবীণ বিএনপি নেতারা

রামগড়ে ধানের শীষের প্রচারণায় প্রবীণ বিএনপি নেতারা

ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ভোট প্রার্থনা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  রামগড়ে ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলী এলাকায় এই প্রচারণা চালানো হয়। রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ সুজায়েত আলী সুজা: সদস্য সচিব, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি ও সিনিয়র সহ-সভাপতি, রামগড় পৌর বিএনপি।
মোঃ মহিউদ্দিন হারুন: সহ-সভাপতি, রামগড় পৌর বিএনপি।
মুসা আহমেদ: সদস্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি।
আবুল হোসেন মুন্সি: সদস্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি।
বিকাশ নাথ: সদস্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি।
সাধন দে: সদস্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি।
আব্দুল মন্নান (আবরণ): সদস্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটি।
এছাড়া উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা এই প্রচারণায় অংশ নেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।