Home সারাদেশ ওসমানীতে নারী চিকিৎসককে হেনস্তা: ইন্টার্নদের কর্মবিরতি

ওসমানীতে নারী চিকিৎসককে হেনস্তা: ইন্টার্নদের কর্মবিরতি

ছবি সংগৃহীত

স্থবির চিকিৎসাসেবা, আটক ৩

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শুক্রবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে (সার্জারি বিভাগ) চিকিৎসাসেবা প্রদান নিয়ে এক রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ওই নারী চিকিৎসকের ওপর হামলা চালায় এবং তাকে হেনস্তা করে।

এ খবর ছড়িয়ে পড়লে অন্য ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের উদ্ধার করতে গেলে উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা পুনরায় তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

এসময় শিক্ষার্থীদের হাত থেকে অভিযুক্তদের নিরাপত্তা দিতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও সামান্য আহত হন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আটককৃতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে আইনি পদক্ষেপ বা অভিযোগ দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন।