বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান সম্প্রতি এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন— কিং খান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ছোটবেলা থেকেই অভিনেতা রজত বেদির ভক্ত।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফারাহ খান তাঁর ইউটিউব শোর শুটিংয়ে রজত বেদির বাসায় গিয়েছিলেন। অনুষ্ঠানটির ধরন অনুযায়ী তিনি অতিথিদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে রান্না ও আড্ডা দেন। সেই সময়ই ফারাহ জানান, আরিয়ান ছোটবেলা থেকেই রজতের ভীষণ অনুরাগী, বিশেষ করে ‘জানি দুশমন’ ছবিতে রজতের অভিনয় তাঁর কাছে অসাধারণ লেগেছিল।
ফারাহ খান বলেন, “আমি যখন আরিয়ানকে বলেছিলাম যে রজত বেদিকে আমার অনুষ্ঠানে নিচ্ছি, তখন সে খুব উচ্ছ্বসিত হয়ে জানায়, ছোটবেলা থেকেই রজতের অভিনয়ের ভক্ত সে।” তিনি হাসতে হাসতে আরও বলেন, “এটা শুনে ভালো লেগেছে যে আমাদের ছেলেও শেষ পর্যন্ত একেবারে সিনেমাপাগল।”
অন্যদিকে রজত বেদি, যিনি বর্তমানে কানাডায় বসবাস করছেন, ফারাহকে জানান, “আমাকে ফোনে বলা হয় যে একজন পরিচালক দেখা করতে চান। পরে জানতে পারি, শাহরুখ খানের ছেলে আমার সঙ্গে দেখা করতে চায়। তখন নিজের গায়ে চিমটি কেটে দেখেছিলাম স্বপ্ন দেখছি কি না।”
তিনি আরও বলেন, “আমি যখন আরিয়ানের অফিসে পৌঁছালাম, সে নিজে আমাকে নিতে বাইরে আসে। অত্যন্ত ভদ্রভাবে আমার যত্ন নেয়। আমি তার বিনয় দেখে সত্যিই মুগ্ধ।”
এই সময় ফারাহ খান মন্তব্য করেন, “আমি যত ছেলেকে দেখেছি, তাদের মধ্যে আরিয়ান খান সবচেয়ে ভদ্র ও সংযত। শাহরুখ ও গৌরীর সন্তান হিসেবে সে সত্যিই প্রশংসার যোগ্য।”
ফারাহ খানের এই মজার প্রকাশ্যে কথোপকথন এখন বলিউড মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, শাহরুখপুত্রের সিনেমা-পাগল মন দেখে মনে হচ্ছে, হয়তো ভবিষ্যতে তিনিও বলিউডে নিজের জায়গা করে নেবেন।










