Home খেলাধুলা প্রেসিডেন্সি স্কুলে আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

প্রেসিডেন্সি স্কুলে আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

 চট্টগ্রাম: মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তি কাটিয়ে সুস্থ প্রজন্ম গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শুরু হয়েছে ‘আন্তঃস্কুল ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’। আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় চট্টগ্রামের স্বনামধন্য সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২টি ফুটসাল টিম অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো—চট্টগ্রাম গ্রামার স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, উইলিয়াম কেরি একাডেমি, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল এবং স্বাগতিক প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সময়ের যান্ত্রিকতা ও প্রযুক্তিনির্ভরতার নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মোবাইল নিয়ে পড়ে থাকায় চোখের সামনে একটি অসুস্থ প্রজন্ম বেড়ে উঠছে। আর শারীরিক সুস্থতাই হলো উন্নত চিন্তার চাবিকাঠি। তাই নিজেকে সুস্থ ও সবল রাখতে, পাশাপাশি উন্নত মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, মো. রাসেল, বাবলি আসাম, অন্বেষা চাকমা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি