Home Second Lead হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি: কসবায় যুবক গ্রেপ্তার

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি: কসবায় যুবক গ্রেপ্তার

আটক হওয়া যুবক। ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়া এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ইয়াসিন ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২০ ডিসেম্বর) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ইয়াসিন ভূঁইয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইয়াসিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন। শুধু তাই নয়, মন্তব্যের ঘরে তিনি হাদিকে ‘টেরোরিস্ট’ বা সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন।

এই পোস্টটি নজরে আসার পর স্থানীয় এলাকাবাসী ও ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে উপজেলার কুটি এলাকায় বিক্ষুব্ধ জনতা ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাশ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন জাতীয় ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সংগঠককে নিয়ে উসকানিমূলক এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে কসবা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।