বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি এখন পুরোপুরি উৎপাদনহীন হয়ে পড়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে কেন্দ্রের সচল একমাত্র ইউনিটটির বয়লারের টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তরবঙ্গের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটে।
তিনি জানান, বয়লারের অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে কাজ করা অসম্ভব হওয়ায় বর্তমানে বয়লারটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।
পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু হবে। কর্তৃপক্ষ ধারণা করছে, পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে।
তিনটি ইউনিটই এখন বন্ধ
১নং ইউনিটটি বন্ধ হওয়ার মাধ্যমে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক উৎপাদন এখন শূন্যের কোঠায়। কেন্দ্রের বাকি দুটি ইউনিটের অবস্থাও আশাব্যঞ্জক নয়:
২নং ইউনিট: ১২৫ মেগাওয়াট সম্পন্ন এই ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। বড় ধরনের মেরামতের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হওয়ায় এটি চালুর বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
৩নং ইউনিট: ২৭৫ মেগাওয়াট ক্ষমতার এই বৃহত্তম ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে অচল। তবে আশার কথা হলো, এটি মেরামতের জন্য চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আসার প্রক্রিয়া চলছে।
আগামী মার্চ মাস থেকে এই ইউনিটটি পুনরায় চালু হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সংকটের মুখে উত্তরবঙ্গ
বড়পুকুরিয়া কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে সেচ মৌসুম বা অতিরিক্ত গরমে এই ঘাটতি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে। দ্রুততম সময়ে ১নং ইউনিটটি মেরামত করে উৎপাদনে ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ।