Home রাজনীতি শেওড়াপাড়া থেকে পীরেরবাগ: বিএনপি-জামায়াত সংঘর্ষের নেপথ্যে কী?

শেওড়াপাড়া থেকে পীরেরবাগ: বিএনপি-জামায়াত সংঘর্ষের নেপথ্যে কী?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় ভোটারদের তথ্য সংগ্রহ ও টাকা লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে শেওড়াপাড়া এলাকায়। জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি নম্বর, ফোন নম্বর ও ছবি সংগ্রহ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি কর্মীরা এতে বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরবর্তীতে সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদ এলাকায় দুই পক্ষ পুনরায় মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের দাবি, জামায়াত নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এতে বাধা দেওয়ায় তারা বিএনপির ওপর হামলা চালায়।

অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা অভিযোগ করেছেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদের কর্মীদের ওপর বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে।

মিরপুর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানান, খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।