Home কক্সবাজার কক্সবাজারে বিএনপি নেতাকে ঘরে ঢুকে গুলি, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

কক্সবাজারে বিএনপি নেতাকে ঘরে ঢুকে গুলি, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

লিয়াকত আলী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে দুর্বৃত্তরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে লক্ষ্য করে গুরুতর আহত করেছে। রবিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের লিংকরোডের বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক লিয়াকতের ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা লিয়াকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ১০টার দিকে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর অভিযোগ করেছেন, লিয়াকত আলী চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করেছে।

ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তাঁরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ওসি মো. ইলিয়াস খান জানিয়েছেন, লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের পূর্ব বিরোধ রয়েছে। দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা আছে। অতীতে দুর্বৃত্তদের গুলিতে আবদুল খালেকের স্ত্রী নিহত হয়েছিলেন। পুলিশ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা অনুসন্ধান করছে। তবে রাত ১১টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং কোনো মামলা দায়ের হয়নি।

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীন জানিয়েছেন, দুর্বৃত্তরা লিয়াকতকে গুলি করার পাশাপাশি এক নিরাপত্তাকর্মীর পায়ের রগ কেটে আহত করেছে। নিরাপত্তাকর্মীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা রাত ৯টার দিকে লিংকরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এক ঘণ্টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

লিয়াকত আলীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযান চালাচ্ছে।