Home খেলাধুলা শঙ্কা ও বিতর্কের মেঘ ঠেলে মাঠে গড়াল বিপিএল

শঙ্কা ও বিতর্কের মেঘ ঠেলে মাঠে গড়াল বিপিএল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: নিরাপত্তা শঙ্কা, মালিকানা বদল আর ট্রফি ছাড়াই অনেকটা দায়সারা আয়োজনে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১২তম আসরের।  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে মাঠের লড়াই।

গত ২৪ ডিসেম্বর ঢাকায় বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তা বাতিল করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। দুই দলের ক্রিকেটার, আম্পারয়ার ও বিসিবির কর্মকর্তা সারিবদ্ধ হয়ে মাঠে দাঁড়ান।

অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান বিন হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলওয়াত ও জাতীয় সংগীতের পর শুরু হয় মূল খেলা। মাঠের লড়াইয়ের মাঝপথে দর্শকদের বিনোদনের জন্য ছিল ফুয়াদ আল মুক্তাদিরের গান ও আতশবাজির প্রদর্শনী।

টুর্নামেন্ট মাঠে গড়ালেও বিপিএল ঘিরে বিতর্কের শেষ নেই। উদ্বোধনের মাত্র এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবিকে নিজের হাতে তুলে নিতে হয়েছে। এছাড়া অনুশীলনের সময় বল না পাওয়ার মতো অপেশাদার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিএনজি নিয়ে মাঠ ছাড়েন নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।

যদিও পরে একে ‘ভুল-বোঝাবুঝি’ বলে উড়িয়ে দিয়েছেন সুজন। এমনকি টুর্নামেন্ট শুরুর আগের দিন প্রথাগত অধিনায়কদের ফটোসেশনও করা সম্ভব হয়নি, কারণ ট্রফি তখনো বাংলাদেশে এসে পৌঁছায়নি।

গত আসরে ফিক্সিং কেলেঙ্কারি এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া জটিলতা এড়াতে এবার কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। আগামী পাঁচ মৌসুমের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি ও অংশগ্রহণ ফি প্রদানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘ ১২ বছর পর খেলোয়াড়দের জন্য নিলাম প্রক্রিয়া ফিরিয়ে আনা হলেও তা নিয়ে শুরু থেকেই বিতর্ক ডালপালা মেলেছে।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন । নির্বাচনের কারণে টুর্নামেন্টটি নির্বিঘ্নে শেষ হবে কি না, তা নিয়ে জনমনে এবং সংশ্লিষ্ট মহলে বড় ধরনের উদ্বেগ রয়েছে।

সব মিলিয়ে অব্যবস্থাপনা আর ‘গোজামিলের’ এই আসরে ক্রিকেটপ্রেমীদের একমাত্র ভরসা এখন মাঠের লড়াই। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মাঠের পারফরম্যান্স যদি আকর্ষণীয় হয়, তবেই হয়তো প্রশাসনিক এই বিশৃঙ্খলা ছাপিয়ে স্বস্তি ফিরবে দেশের ক্রিকেটে।