Home গাড়িবাজার দ্রুত এগোচ্ছে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার

দ্রুত এগোচ্ছে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতে ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বাজার ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। কয়েক বছর আগেও যেখানে ইভি ছিল শহুরে এলিটদের মধ্যে সীমাবদ্ধ, এখন তা ক্রেতাদের মূলস্রোতে প্রবেশ করেছে। চলতি বছরে বিক্রির পরিসংখ্যান বলছে, দেশের গাড়ির বাজারে বৈদ্যুতিক যানবাহনের অংশীদারিত্ব এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে।

গত অর্থবর্ষে (২০২৪–২৫) দেশে বিক্রি হওয়া মোট প্যাসেঞ্জার ভেহিক্যালের মধ্যে ইভি-র শেয়ার ছিল প্রায় ২.৫ শতাংশ। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশে। অর্থাৎ, প্রতি ২০টি গাড়ির মধ্যে এখন একটি ইলেকট্রিক।

পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষে ভারতে প্রায় ১.১ লক্ষ ইভি বিক্রি হয়েছিল। চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসেই অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৯১ হাজার ৭২৬ ইউনিট। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০৮ শতাংশ বৃদ্ধি। আগের বছরের প্রথমার্ধে বিক্রি হয়েছিল ৪৪ হাজার ১৭২ ইউনিট।

দেশে ইভি বিক্রির এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কয়েকটি বড় সংস্থা— জেএসডব্লিউ এমজি মোটরস, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও বিএমডব্লিউ। এর মধ্যে জেএসডব্লিউ এমজি-র নতুন মডেল উইন্ডসর এসইউভি বিক্রিতে শীর্ষে। ২০২৪ সালে লঞ্চ হওয়ার পর থেকে ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার ইউনিট।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ মেহতা জানিয়েছেন, “আমাদের মোট বিক্রির প্রায় ৮০ শতাংশই ইলেকট্রিক ভেহিক্যাল। আশা করছি, চলতি বছরেই বাজারে ইভি-র শেয়ার ৭ শতাংশ ছাড়াবে।”

অন্যদিকে টাটা মোটরসও বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করছে। সংস্থার প্যাসেঞ্জার ভেহিক্যালের এমডি ও সিইও শৈলেশ চন্দ্র জানিয়েছেন, “আমাদের ইভি বিক্রি ধারাবাহিকভাবে বাড়ছে। উৎসবের মরশুমে, বিশেষত নবরাত্রি থেকে দিওয়ালির মধ্যে, ১০ হাজারের বেশি ইভি বিক্রি হয়েছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে আমাদের বিক্রি হওয়া যাত্রীবাহী গাড়ির ১৭ শতাংশই ইভি।”

শিল্প বিশ্লেষকদের মতে, সরকারের ইভি নীতিতে প্রণোদনা, চার্জিং অবকাঠামোর দ্রুত বিস্তার এবং ক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধিই এই বাজার সম্প্রসারণের মূল কারণ। বর্তমান প্রবৃদ্ধি যদি একইভাবে বজায় থাকে, তবে আগামী দুই বছরের মধ্যেই ভারতের ইভি বাজার ১০ শতাংশের গণ্ডি পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।