Home চট্টগ্রাম চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

গত কয়েক দিন ধরেই চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতির অবনতি ঘটে। উত্তেজিত জনতা মিছিল নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা কেন্দ্র এলাকায় জড়ো হয় এবং সেখানে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আইভ্যাক-এর বিজ্ঞপ্তি আইভ্যাক-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামে আইভ্যাক-এর কার্যক্রম স্থগিত করা হলো। পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং স্বাভাবিক পরিবেশ ফিরে এলে কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”