বিজনেসটেুডে২৪ ডেস্ক: ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আশঙ্কা দিনে দিনে ঘনীভূত হচ্ছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের গোয়েন্দা সূত্রে তথ্য আছে যে, ভারত সীমিত সামরিক অভিযান চালাতে পারে। এ নিয়ে ইসলামাবাদ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পক্ষ ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
সামরিক শক্তির তুলনা:
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান International Institute for Strategic Studies (IISS)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার মধ্যে বড় ফারাক রয়েছে — তবে উভয়ের পারমাণবিক অস্ত্র মজুদের বিষয়টি তাদের সংঘর্ষকে আরও বিপজ্জনক করে তুলেছে।
ভারত-পাকিস্তান সামরিক শক্তির তুলনা
(তথ্যসূত্র: International Institute for Strategic Studies – IISS)
ক্ষেত্র | ভারত | পাকিস্তান |
---|---|---|
মোট সক্রিয় সেনা | ১,৪০০,০০০+ | ৬৯০,০০০ (প্রায়) |
– সেনাবাহিনী | ১২,৩৭,০০০ | ৫,৬০,০০০ |
– বিমান বাহিনী | ১,৪৯,৯০০ | ৭০,০০০ |
– নৌবাহিনী | ৭৫,৫০০ | ৩০,০০০ |
– কোস্টগার্ড | ১৩,৩৫০ | তথ্য নেই |
যুদ্ধ ট্যাংক | ৩,৭৪০ | ২,৫৩৭ |
আর্টিলারি (মোট) | ৯,৭৪৩ | ৪,৬১৯ |
যুদ্ধ বিমান | ৭৩০ | ৪৫২ |
সাবমেরিন | ১৬ | ৮ |
ডেস্ট্রয়ার (ধ্বংসকারী) | ১১ | নেই |
ফ্রিগেট | ১৬ | ১০ |
এয়ারক্র্যাফট ক্যারিয়ার | ২ | নেই |
পারমাণবিক ওয়ারহেড | ১৭২ | ১৭০ |