মক ভোটিং সেশন অনুষ্ঠিত: গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে তরুণদের ভূমিকা রাখার আহ্বান
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে তরুণ ভোটার ও নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্যে “যুব ওরিয়েন্টেশন ও মক ভোটিং অনুশীলন” অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস-এর সহযোগিতায় ইনক্লুসিভ ভোটার এডুকেশন এন্ড এওয়ারনেস প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবসহ সকল আন্দোলন-সংগ্রামে তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অরিয়েন্টেশন সভায় আইএসডিই কর্মসূচি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, আইএসডিই চকরিয়া উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দিন, ভার্চু স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রমিজ উদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার ৭০ জনেরও বেশি তরুণ-তরুণী ও স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।
যুব অরিয়েন্টেশন সভায় ভোটার হিসেবে নাগরিকের দায়িত্ব, ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য (মিস ইনফরমেশন) থেকে সচেতন থাকার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে, অনুশীলনমূলক মক ভোটিং সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যালট পেপার চিহ্নিতকরণ, ভোটকেন্দ্রে প্রবেশের নিয়ম, ভোট প্রদান এবং ব্যালট বাক্সে ভোট প্রদানসহ সম্পূর্ণ প্রক্রিয়াটি হাতে-কলমে অনুশীলনের সুযোগ পান। এর ফলে প্রথমবার ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভোটদানে তাদের আগ্রহ তৈরি হয়।
সভায় বক্তারা বলেন, যুবসমাজই একটি দেশের গণতন্ত্রের মূল শক্তি। সচেতন ও দায়িত্বশীল ভোটার তৈরির মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা নিয়মিত ভোটদানের অঙ্গীকার ব্যক্ত করায় অনুষ্ঠানটি স্থানীয় তরুণদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে আরও জানানো হয় যে, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রকল্পটি কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া এবং মহেশখালী উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
– সংবাদ বিজ্ঞপ্তি










