বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট শহরে প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই আপন ভাতিজা। শুধু পারিবারিক শাসন-শোষণ আর অসামাজিক চলাফেরায় বাঁধা দেওয়ার জের ধরে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘাতক।
বুধবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে সিলেট মহানগরীর আখালিয়া বড়গুল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মাওলানা যুবায়ের আহমদ (৪৫) ছিলেন স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার এবং মৃত মদরছিল আলীর ছেলে। জীবদ্দশায় তিনি এলাকায় একজন সৎ, নীতিবান ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবায়ের আহমদের ভাতিজা নয়ন (বয়স আনুমানিক ২০-২২) এলাকায় খারাপ সঙ্গ এবং অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। চাচা হিসেবে যুবায়ের আহমদ নিয়মিত তাকে এসব থেকে দূরে থাকতে উপদেশ ও শাসন করতেন। এতে ক্ষুব্ধ হয়ে নয়ন একাধিকবার চাচার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিল।
বুধবার সকালে যুবায়ের আহমদ প্রতিদিনের মতো মাদ্রাসার উদ্দেশ্যে বের হন। একই সময়ে নয়নও রাস্তায় হাঁটছিল। তখন রাস্তায় জমে থাকা পানিতে নয়নের কারণে পানি ছিটকে যুবায়ের আহমদের গায়ে পড়ে। এ নিয়ে মুহূর্তের মধ্যেই চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
হঠাৎই নয়ন কোমর থেকে একটি ধারালো চাকু বের করে অতর্কিতে যুবায়ের আহমদের বুকে, পেটে ও হাতে একাধিকবার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবায়ের আহমদ। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, “এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। পারিবারিক শাসনকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার পরপরই অভিযানে নেমেছি এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে ঘটনার পর থেকে বড়গুল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে হারিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা হতবাক হয়ে পড়েছেন। অনেকেই বলছেন, শুধু শাসন করার কারণে ভাতিজার হাতে চাচার এভাবে মৃত্যু হওয়া সমাজের জন্য ভয়াবহ সংকেত।










