বিনোদন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ কন্যা মালিয়া ওবামা এখন এক আত্মপ্রত্যয়ী ও সফল তরুণী। ২০১৭ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে মালিয়া নিজের জীবনকে স্বাধীনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছেন, যা তাকে একজন সাধারণ কলেজ শিক্ষার্থীর মতোই বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানোর অবকাশ দিয়েছে।
শিক্ষা ও ব্যক্তিগত জীবন
২০১৭ সালের আগস্টে মালিয়া হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার শিক্ষাজীবন শুরু করেন। ২০১৯ সালে তাকে মায়ামির সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ছুটি কাটাতে দেখা যায়। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী মালিয়ার দীর্ঘদেহী গড়ন অনেকের কাছেই তাকে সুপারমডেলের মতো আকর্ষণীয় করে তুলেছে। উল্লেখ্য, উচ্চতার দিক থেকে তিনি তার মা-বাবার সমপর্যায়ের।
মা মিশেল ওবামার গর্ব
মেয়েদের বেড়ে ওঠা নিয়ে মিশেল ওবামা ‘ভৌগ’ (Vogue) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ওদের নিয়ে গর্বিত। তারা পরিস্থিতি খুব ভালোভাবে সামলে নিয়েছে। তারা আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান তরুণী হিসেবে গড়ে উঠেছে।”
২০২৩ সালে এক পডকাস্টে মিশেল জানান, মেয়েরা বড় হয়ে যাওয়ায় এখন তিনি মূল অভিভাবকের ভূমিকার চেয়ে একজন পরামর্শদাতার ভূমিকা বেশি পালন করছেন।
পেশাদার জীবন ও হলিউডে অভিষেক
২০২১ সালে হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করার পর মালিয়া তার ক্যারিয়ার গড়ার লক্ষ্যে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। বর্তমানে তিনি হলিউডে নিজের জায়গা করে নিচ্ছেন।
পেশা: চিত্রনাট্যকার (Writer)।
বর্তমান প্রজেক্ট: ডোনাল্ড গ্লোভারের আমাজন সিরিজ ‘সোয়ার্ম’ (Hive/Swarm)-এর রাইটার্স রুমে তিনি কাজ করছেন।
ডোনাল্ড গ্লোভার মালিয়ার মেধার প্রশংসা করে বলেছেন, “সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন মানুষ।” হোয়াইট হাউসের সেই ছোট্ট মালিয়া আজ নিজের যোগ্যতায় বিনোদন জগতে নিজের পরিচয় তৈরি করছেন।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










