Home পণ্যবাজার দাম নাগালে রাখতে খেজুরে শুল্ক ও অগ্রিম আয়করে বড় ছাড়

দাম নাগালে রাখতে খেজুরে শুল্ক ও অগ্রিম আয়করে বড় ছাড়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিশ্চিত করতে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বুধবার এক  বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

এনবিআর জানায়, ধর্মপ্রাণ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে খেজুরের মূল্য স্থিতিশীল রাখতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী:

খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

কেবল শুল্ক নয়, খেজুরসহ সকল ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়করের বোঝাও কমানো হয়েছে।আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছরের মতো এ বছরও অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড় বহাল রাখা হয়েছে।

বাংলাদেশে সারাবছর খেজুরের চাহিদা থাকলেও রমজানে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিশর ও ইরান থেকে খেজুর আমদানি হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই শুল্ক ছাড়ের ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

রাজধানীর বাদামতলীর একজন বড় আমদানিকারক বলেন, “শুল্ক কমানোর এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। কাস্টমস ডিউটি এবং অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে আমদানি ব্যয় কমবে, যার সুফল সাধারণ ভোক্তারা সরাসরি পাবেন।”

অন্য একজন ব্যবসায়ী জানালেন, “সরকার যেহেতু দ্রুত প্রজ্ঞাপন জারি করেছে, তাই নতুন চালানের খেজুরগুলো কম দামে বাজারে ছাড়া সম্ভব হবে। এতে রমজানে কোনো কৃত্রিম সংকট বা মাত্রাতিরিক্ত দাম বাড়ার সম্ভাবনা থাকবে না।”

 এই ছাড়ের ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যেই থাকবে বলে আশা করা যাচ্ছে।