Home আন্তর্জাতিক ওমান প্রবাসীদের মাঝে চরম উদ্বেগ, শঙ্কায় রেমিট্যান্স যোদ্ধারা

ওমান প্রবাসীদের মাঝে চরম উদ্বেগ, শঙ্কায় রেমিট্যান্স যোদ্ধারা

শরিফ হাদির মৃত্যু ও দেশে সহিংসতা

মাহবুবুল হক, মাস্কাট (ওমান ): ওমানের রাজধানী মাস্কাটের রুই, হামরিয়া এবং গালা শিল্পাঞ্চলের প্রতিটি বাংলাদেশি আড্ডায় এখন একটাই আলোচনা— ‘দেশের পরিস্থিতি কী?’ তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তীতে বাংলাদেশে ছড়িয়ে পড়া নজিরবিহীন সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দেশটিতে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রবাসীদের দুশ্চিন্তাকে আরও ঘনীভূত করেছে।

মাস্কাটের বাতাসে উৎকণ্ঠার সুর

শুক্রবার ছুটির দিনে মাস্কাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে প্রবাসীদের জটলা দেখা গেছে। সবার চোখ মোবাইলের স্ক্রিনে, বারবার নিউজ পোর্টাল আর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর আসার পর থেকেই প্রবাসীদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা ছড়িয়ে পড়ে।

মাস্কাটের এক নির্মাণ সংস্থায় কর্মরত কুমিল্লার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “আমরা বিদেশে ঘাম ঝরিয়ে টাকা পাঠাই দেশের উন্নতির জন্য। কিন্তু দেশে যদি মারামারি আর অস্থিরতা লেগেই থাকে, তবে আমাদের পরিবারের নিরাপত্তা কোথায়? হাদির মতো তরুণের মৃত্যু আর এই সহিংসতা আমাদের খুব ভয় পাইয়ে দিচ্ছে।”

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও রেমিট্যান্সের চিন্তা

বাংলাদেশের অন্যতম বৃহত্তম রেমিট্যান্স আহরণকারী দেশ ওমান। এখানকার প্রবাসীদের বড় একটি অংশ মনে করছেন, নির্বাচন নিয়ে এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব সরাসরি দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে পড়বে।

সালালাহ থেকে ফোনে এক ব্যবসায়ী জানান, “নির্বাচন নিয়ে যে আশা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা ফিকে হয়ে আসছে। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে বা টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না।”

প্রবাসীদের প্রধান উদ্বেগের জায়গাগুলো:

নিরাপত্তা শঙ্কা: দেশে থাকা পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

নির্বাচনী অনিশ্চয়তা: নির্বাচন স্থগিত বা বানচাল হওয়ার আশঙ্কায় রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হওয়ার ভয়।

যোগাযোগ বিচ্ছিন্নতা: পরিস্থিতি আরও খারাপ হলে ইন্টারনেটের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আতঙ্ক।

বিশ্লেষকদের অভিমত

ওমানে দীর্ঘ দিন ধরে ব্যবসা করা কমিউনিটি নেতারা বলছেন, এই মুহূর্তের অস্থিরতা দমাতে না পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। ওমান সরকার সম্প্রতি বাংলাদেশি কর্মীদের জন্য কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে, এমতাবস্থায় দেশের অস্থিতিশীল পরিবেশ প্রবাসীদের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের শান্ত থাকার এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির অবসান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল এই উদ্বেগের অবসান ঘটবে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com