Home জাতীয় সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আশ্বাস

সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আশ্বাস

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

 ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব পক্ষ যেন সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনের সময় সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচনে সবার সমান সুযোগ তৈরির জন্য যা যা প্রাসঙ্গিক, তার সব পদক্ষেপই আমরা নেব। এ সংক্রান্ত পরিপত্রও প্রস্তুত করা আছে। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও এখানে জরুরি। তারা নিশ্চয়ই সহায়তা করবে। কেউ যদি আইন বা বিধি না মানে, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টাল ব্যালট ও অ্যাপ
প্রবাসীদের ভোটদান সহজ করতে পোস্টাল ব্যালট প্রসঙ্গে আখতার আহমেদ জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪১৪ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এ সংক্রান্ত অ্যাপটি এখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

নির্বাচনের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাদের নিবন্ধনের সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, ‘তপশিল ঘোষণার পর যারা ভোটের দায়িত্বে থাকবেন, তারা ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া কারাগারে থাকা কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ কর্মস্থলে মোতায়েনের পর নিবন্ধন করার সুযোগ পাবেন।’

আদালতের রায় ও সীমানা জটিলতা
গাজীপুর ও বাগেরহাটের সংসদীয় আসন সংক্রান্ত ইসির গেজেট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক অবৈধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আদালতের এই রায় আমাদের (কমিশনকে) কিছুটা প্রশ্নবিদ্ধ করে। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ অনুযায়ীই গাজীপুর ও বাগেরহাটের আসনের গেজেট প্রকাশ করা হবে।’

প্রশাসনে রদবদল
নির্বাচনকালীন প্রশাসনের রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটের সময় প্রশাসনে রদবদল একটি চলমান প্রক্রিয়া। তবে তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের যেকোনো রদবদল নির্বাচন কমিশনের অনুমতি, সম্মতি বা পরামর্শ সাপেক্ষেই করা হবে।