বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দিনের আলো ফুরিয়ে রাত নামলেও মানুষের হৃদয়ে শোকের আগুন নেভেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যেখানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রাণপুরুষ শরীফ ওসমান হাদি, সেখানে মানুষের উপচে পড়া ভিড় যেন এক অন্যরকম মহিমার জন্ম দিচ্ছে। গভীর রাতেও রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের আনাগোনা থামছে না।
সরেজমিনে দেখা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন এলাকায় সন্ধ্যার পর থেকে রাত গভীর হওয়ার সাথে সাথে মানুষের উপস্থিতি আরও বাড়ছে। কেউ কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন, কেউবা হাত তুলে পরম করুণাময়ের কাছে দোয়া করছেন। হাদির স্মৃতিকে ধরে রাখতে অনেককে কবরের সামনে ছবি তুলতেও দেখা গেছে। সব মিলিয়ে এক আবেগঘন ও ভারী পরিবেশ বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়।
হাদির মরদেহ দাফনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজমান কঠোর নিরাপত্তার কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। শাহবাগ থানা এবং টিএসসি মোড়ে যে লোহার ব্যারিকেডগুলো ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। আগে স্থাপিত নিরাপত্তা বাহিনীর বলয়ও অনেকটা খুলে দেওয়া হয়েছে। তবে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখনো বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানের মূল ফটকে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ বাইরে থেকেই দোয়া করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে রাত্রীকালীন পুলিশি প্রহরা অব্যাহত রাখা হয়েছে। আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










