Home আন্তর্জাতিক চাকাহীন ম্যাগলেভ: চীনের আকাশ ছোঁয়া গতির ট্রেন

চাকাহীন ম্যাগলেভ: চীনের আকাশ ছোঁয়া গতির ট্রেন

সাংহাই মেগলেভ। ছবি সংগৃহীত

বিজেনসটুডে২৪ ডেস্ক: দূর ভবিষ্যতের নয়, বর্তমানের প্রযুক্তিই এখন বাস্তব করে তুলছে বৈপ্লবিক যাতায়াত। চাকা ছাড়াই ছুটে চলা ট্রেনের কথা একসময় কল্পনার অতীত মনে হলেও, আজ চীনের শাংহাই শহরে সেটি বাস্তবে রূপ নিয়েছে। এ ট্রেনের নাম ম্যাগলেভ, যার পুরো রূপ ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। এই ট্রেন চলে ট্র্যাকের উপর ভেসে, মাটি ছুঁয়েও না ছুঁয়ে। গতি, আরাম ও ভবিষ্যতের যানবাহনের চিত্র তুলে ধরছে এই অভিনব আবিষ্কার।

শাংহাই ম্যাগলেভ ট্রেন চালু হয়েছে ২০০৪ সালে। এটি চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র শাংহাই শহরের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর লংইয়াং রোড স্টেশন পর্যন্ত চলাচল করে। প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে মাত্র সাত মিনিট। গড় গতি ঘণ্টায় ৪৩০ কিলোমিটার। এই সময় ট্রেনটি এমনভাবে চলে যেন আকাশে কোনো বস্তু উড়ে যাচ্ছে, নিচে ট্র্যাক, ওপরে ট্রেন, মাঝখানে একটুকরো চুম্বকীয় শূন্যতা।

প্রযুক্তির এই বিস্ময়ের পেছনে রয়েছে ‘চুম্বকীয় ভাসমান’ ব্যবস্থা। ট্রেনটি কোনো চাকা ব্যবহার করে না। চুম্বকের বিপরীত মেরুর প্রভাব কাজে লাগিয়ে ট্রেন ও ট্র্যাকের মাঝখানে তৈরি হয় মাধ্যাকর্ষণবিহীন এক অবস্থা। এই ভাসমান অবস্থায় ট্রেনকে ঠেলতে ব্যবহার করা হয় শক্তিশালী চুম্বক। ফলে ঘর্ষণ থাকে না, শব্দ নেই, ধাক্কাধাক্কি নেই, শুধু একটানা মসৃণ গতি।

চুম্বকীয় প্রযুক্তি শুধু গতিতেই নয়, নিরাপত্তার দিক থেকেও ট্রেনটিকে বিশ্বমানের করে তুলেছে। যেহেতু চলাচলের কোনো চলমান যন্ত্রাংশ নেই, দুর্ঘটনার আশঙ্কাও অনেক কম। এর ফলে এটি পরিবেশবান্ধবও বটে,ধোঁয়া, শব্দদূষণ কিংবা জ্বালানির অপচয় নেই। পুরো ব্যবস্থাই পরিচালিত হয় বৈদ্যুতিক শক্তিতে।

চীনের এই প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও বিশাল। বিমানবন্দরের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে শহরের সংযোগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা ও বাণিজ্যে এক নতুন মাত্রা যোগ হয়েছে। দিনে হাজার হাজার যাত্রী এই ট্রেনে চড়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন।

বিশ্বজুড়ে ম্যাগলেভ প্রযুক্তির ওপর নজর দিচ্ছে বহু দেশ। জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়াও ইতিমধ্যে এই প্রযুক্তিতে রেলপথ নির্মাণে আগ্রহী হয়েছে। তবে শাংহাইয়ের এই প্রকল্প এখন পর্যন্ত বিশ্বের প্রথম বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন হিসেবে প্রযুক্তির দিগন্তে এক অনন্য নজির।

চাকাহীন ট্রেন একসময় গল্পের মতো শোনালেও, আজ তা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্বলন্ত প্রমাণ। শাংহাইয়ের ম্যাগলেভ ট্রেন সেই ভবিষ্যতেরই এক বাস্তব যাত্রা, যেখানে গতি আর উদ্ভাবনের সঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে চলেছে মানবসভ্যতা।