Home বিনোদন শাহরুখের পুত্র, বন্দি আরিয়ান : এক অপমানের গল্প

শাহরুখের পুত্র, বন্দি আরিয়ান : এক অপমানের গল্প

বলিউডের অন্ধকার পাতা: পর্ব ২ 

আমিরুল মোমেনিন: অক্টোবর ২০২১। ভারতের মুম্বাই উপকূলে একটি বিলাসবহুল ক্রুজ পার্টিতে মাদকবিরোধী অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেখানেই গ্রেফতার হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। কোনো মাদক তার কাছে না পাওয়া গেলেও, মাদক সেবনের ‘ইঙ্গিতপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট’-এর অভিযোগে তাঁকে তুলে নেওয়া হয়।

সেই মুহূর্তে গোটা দেশ হতবাক। শাহরুখ খান, যিনি বলিউডে ‘বাদের বাদশা’, যার ইমেজ দীর্ঘকাল ‘পারিবারিক পুরুষ’ হিসেবেই পরিচিত—তার পুত্র আরিয়ানকে দেখা গেল হাতে হাতকড়া।

আরিয়ানের জামিন মঞ্জুর হয়নি একাধিকবার। তিনি ২২ দিন ধরে ছিলেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে। দেশের অন্যতম জনপ্রিয় তারকার সন্তান কীভাবে এত দীর্ঘ সময় বন্দি থাকেন—এ নিয়ে শুরু হয় বিতর্ক।

এনসিবি’র দায়িত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে নামের এক আলোচিত কর্মকর্তা। তার নেতৃত্বে অনেক স্টার কিডের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে কিছুদিন পরই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য—সমীর ওয়াংখেড়ে ও তার টিম আরিয়ানকে ফাঁসাতে চেয়েছিল। এমনকি চাঁদাবাজির অভিযোগ পর্যন্ত ওঠে। পরে শাহরুখের পক্ষে কেন্দ্রীয় সরকারের কাছে নালিশও যায়।

বিতর্ক থামেনি এখানেই। মিডিয়ায় আরিয়ানকে “ড্রাগ অ্যাডিক্ট”, “পার্টি বয়” বলে চিহ্নিত করা হয়। এমনকি কিছু চ্যানেল “ইউজার হ্যাশট্যাগ” দিয়ে চলমান মামলা নিয়ে ট্রায়াল চালায়।

শাহরুখ খান শুরুতে সম্পূর্ণ নীরব থাকেন। কিন্তু এক পর্যায়ে তাঁর বন্ধুরা, প্রাক্তন সহকর্মীরা পাশে দাঁড়ান—সালমান খান থেকে শুরু করে ফারাহ খান পর্যন্ত। শাহরুখ ছেলেকে মুক্ত করার জন্য দিনের পর দিন আইনজীবীদের সঙ্গে আলোচনা চালিয়ে যান।

শেষ পর্যন্ত বোমা ফাটায় এনসিবি-ই। তাদের পক্ষ থেকে জানানো হয়, আরিয়ানের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই। তার বিরুদ্ধে কোনো চার্জশিটও গঠন করা হয়নি। ফলে একরকম প্রমাণ হয়, আরিয়ান খানকে ষড়যন্ত্র করেই ফাঁসানো হয়েছিল।

এই ঘটনায় বহু প্রশ্ন উঠে আসে—

  • স্টার কিড হওয়াই কি আরিয়ানের অপরাধ ছিল?
  • বলিউডকে বারবার নিশানা করে এক শ্রেণির ‘শুদ্ধতা অভিযান’ কি নিছক রাজনৈতিক শোডাউন?
  • মিডিয়ার ট্রায়াল কি বিচার ব্যবস্থার ওপর প্রভাব ফেলে?

আজও আরিয়ান খান স্পষ্টভাবে মিডিয়ার সামনে আসেন না। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চললেও, বাবার ছায়া থেকে বের হয়ে তার নিজের জায়গা বানানো এখন অনেক বেশি চ্যালেঞ্জিং।


📣 মতামত দিন:

আপনার মনে হয়, এই ঘটনায় সত্যিই আইন প্রাধান্য পেয়েছিল, নাকি এটি ছিল শুধুই এক তারকাসন্তানের প্রতি প্রতিহিংসা?
পরবর্তী পর্বে থাকছে: ‘সালমান খানের কালো অধ্যায়: হরিণ হত্যা থেকে হিট অ্যান্ড রান’
(দুই দশক ধরে চলা মামলা, আদালতের রায়, বলিউডের ‘ভাইজান’ ইমেজ)