Home বিনোদন রিয়াদে শাহরুখ জাদু: ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ পেলেন বিশেষ সম্মান

রিয়াদে শাহরুখ জাদু: ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ পেলেন বিশেষ সম্মান

বিনোদন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৭ জানুয়ারি রাতে বসেছিল তারকার মেলা। উপলক্ষ ছিল বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আসর ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’। আর এই ঝলমলে রাতের মূল আকর্ষণ হয়ে থাকলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ল্যাভেন্ডার কার্পেটে পা রাখা থেকে শুরু করে মঞ্চে বিশেষ সম্মান গ্রহণ—সব মিলিয়ে পুরো আয়োজনটি ছিল ‘এসআরকে’ (SRK) ময়।
ল্যাভেন্ডার কার্পেটে রাজকীয় উপস্থিতি
প্রথাগত রেড কার্পেটের পরিবর্তে জয় অ্যাওয়ার্ডসের বিশেষ ‘ল্যাভেন্ডার কার্পেটে’ শাহরুখ খানকে দেখা যায় এক ক্লাসিক কালো জিপড জ্যাকেট এবং পরিপাটি বাদামী চুলে। তাঁর উপস্থিতিতে পুরো পরিবেশ মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ সৌদি ভক্তদের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে বলেন:

“সৌদি আরবের ভক্তরা আমাকে যে ভালোবাসা, সম্মান এবং মর্যাদা দেন, তাতে আমি সত্যিই আপ্লুত। আমার কাজ এখানে এতটা সমাদৃত—এটি জানা আমার জন্য অত্যন্ত স্পেশাল।”

বিশেষ সম্মানে ভূষিত বাদশাহ
চলচ্চিত্র জগতে অসামান্য অবদান এবং বিশ্বব্যাপী বিনোদনের দূত হিসেবে শাহরুখ খানকে এই আসরে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে অভিনেতা হৃতিক রোশন, সালমান খান এবং অমিতাভ বচ্চনও এই মঞ্চে সম্মানিত হয়েছিলেন।
শাহরুখের এবারের সম্মানপ্রাপ্তি আবারও প্রমাণ করল যে, ভৌগোলিক সীমানা ছাড়িয়ে তাঁর জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী।
ভক্ত ও সহকর্মীদের উন্মাদনা
শুধু ভক্তরাই নন, আরবের নবীন ও প্রবীণ অভিনেত্রীরাও শাহরুখের প্রতি তাঁদের মুগ্ধতা লুকাতে পারেননি। তিউনিসিয়ার জনপ্রিয় অভিনেত্রী হেন্ড সাবরি মজা করে বলেন, “শাহরুখের ওপর ক্রাশ নেই কার?” তিনি জাওয়ান চলচ্চিত্রে শাহরুখের পারফরম্যান্সের বিশেষ প্রশংসা করেন। অনুষ্ঠানের ফাঁকে শাহরুখ ভক্তদের সাথে হাত মেলান এবং সেলফি তোলার আবদার মেটান।
বৈশ্বিক তারকাদের মিলনমেলা
শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা ফরেস্ট হুইটেকার, হলিউড তারকা হিদার গ্রাহাম, জেরেমি রেনার এবং গায়ক রবি উইলিয়ামস। বলিউড এবং হলিউড তারকাদের এই মেলবন্ধন রিয়াদের রাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
শাহরুখ বর্তমানে তাঁর আগামী প্রজেক্ট ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যা ২০২৬ সালের শেষভাগে মুক্তি পেতে পারে। তবে রিয়াদের এই সম্মান তাঁর সফল ক্যারিয়ারের মুকুটে আরও একটি পালক যুক্ত করল।