Home বিজিএমইএ ও বিকেএমইএ বাংলাদেশে হপ লুনের #শিক্যান উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশে হপ লুনের #শিক্যান উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হপ লুন (Hop Lun) বাংলাদেশে তাদের নতুন উদ্যোগ #SHECAN-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। দেশের একাধিক কারখানায় একযোগে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য, উন্নয়ন এবং পারিবারিক সহায়তা কার্যক্রমকে একটি সুসংহত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর সুফল পাবেন হপ লুনের বাংলাদেশে কর্মরত প্রায় ৩০ হাজার কর্মী, যাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী।

#SHECAN কর্মসূচির লক্ষ্য হলো নারী-পুরুষ নির্বিশেষে সকল কর্মীর সার্বিক কল্যাণ নিশ্চিত করা—বিশেষ করে স্বাস্থ্য, নিরাপত্তা ও ব্যক্তিগত উন্নয়নকে কেন্দ্র করে।

উদ্যোগের মূল অংশে রয়েছে নানা ধরনের সেবা ও কর্মসূচি, যার মধ্যে রয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, কারখানাভিত্তিক প্রশিক্ষণ, এবং শিশু যত্নকেন্দ্রের মানোন্নয়ন। এসব কেন্দ্রে উন্নত শেখার পরিবেশ ও পরিচর্যাকারীদের জন্য প্রশিক্ষণ সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি কারখানার ক্লিনিক ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সামগ্রী, নারীদের প্রয়োজনীয় উপকরণ, এবং সার্বজনীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, #SHECAN কর্মসূচির আওতায় চালু করা হয়েছে ‘ওয়ার্কার স্কলারশিপ পথচলা (Worker Scholarship Pathway)’, যার মাধ্যমে কর্মীরা শিক্ষার সুযোগ পাবেন। কর্মীদের জন্য বাহ্যিক অংশীদার প্রতিষ্ঠানের সহায়তায় জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও চালু করা হচ্ছে।

বাংলাদেশে হপ লুনের কান্ট্রি হেড নিশান্থা মোহোত্তিগে (Nishantha Mohottige) উদ্যোগটি সম্পর্কে বলেন,“এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের কর্মীদের এমন এক কর্মপরিবেশ দিতে চাই, যেখানে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আমরা সবসময় এমন একটি কর্মস্থল গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রত্যেক কর্মী—তাদের পদ বা লিঙ্গ নির্বিশেষে—স্বাস্থ্য, সমৃদ্ধি ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারেন।”


হপ লুন একটি বিশ্বনেতৃস্থানীয় অন্তর্বাস ও সুইমওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সদর দপ্তর হংকংয়ে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শীর্ষ খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্বে ফ্যাশনসম্মত ও উচ্চমানের পণ্য সরবরাহ করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানের ৩০ হাজার কর্মী এশিয়া ও যুক্তরাষ্ট্রজুড়ে ১৭টি উৎপাদন ও বিতরণ কেন্দ্র পরিচালনা করছেন। ২০২২ সালে প্লাটিনাম ইকুইটি (Platinum Equity) প্রতিষ্ঠানটির অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করে, যা হপ লুনের পরিচালন দক্ষতা ও বিশ্বস্ত সরবরাহকারীর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।