বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নোয়াখালী: মাইজদীতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যকে কেন্দ্র করে ভয়ানক ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকাল ৭টার দিকে পৌর বাজারে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে ৭-৮ জন বখাটে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ থেকে বাঁচতে ভুক্তভোগী দোতলা ভবন থেকে লাফ দেন, যার ফলে তার পায়ে রড ঢুকে যায় এবং পা ভেঙে যায়।
স্থানীয়রা ঘটনার খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটককৃতরা হলেন কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ এবং বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল।

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটির কারণে বখাটেরা হঠাৎ তাদের দু’জনকে আলাদা করে দুই রুমে নিয়ে যায় এবং স্বামীকে মারধর করে। ভিন্ন কক্ষে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানো আত্মীয়স্বজনদের কথাও তারা কোনোভাবে উপেক্ষা করে।
পরে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্বামী জানান, বিষয়টি পৌর বাজার ব্যবসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তাকে অবহিত করলে তিনি গোপনে লোকজন দিয়ে ধর্ষণের চেষ্টার সঙ্গে যুক্ত দুইজনকে আটক করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।