Home সারাদেশ চাঁদপুরে রাতে দুর্ঘটনায় তরুণ মোটরসাইকেল চালকসহ দুইজনের মৃত্যু

চাঁদপুরে রাতে দুর্ঘটনায় তরুণ মোটরসাইকেল চালকসহ দুইজনের মৃত্যু

ছবি সংগৃহীত

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর:  শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বাসিন্দা সমুদ্র মাল (২৫) ও নাটোর জেলার মো. ঈশা, যিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমুদ্র মাল ও তার সঙ্গী রাকিব মোটরসাইকেলে করে বাবুরহাটে নিজেদের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশা হঠাৎ করে ঘুরতে গেলে তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও রিকশা দুটোই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সমুদ্র ও রিকশা চালক ঈশা।

দুর্ঘটনায় আরও আহত হন মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (২৪), রিকশার যাত্রী আফজাল হোসেন (২৬) এবং পথচারী সম্রাট (১৪)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন জানান, আহতদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়। বাকি তিনজনের মধ্যে রাকিব ও ফাহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্রাট নামের কিশোর প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অপ্রশিক্ষিত চালক এবং অগোছালো যান চলাচলের কারণে এই ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।